চট্টগ্রাম সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

জনপদ

খুলনায় বিএনপি সমাবেশকে ঘিরে উত্তেজনা, ভাঙচুর

জনপদ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ অক্টোবর ২২, ০৪:১৬ অপরাহ্ন

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে নিউ মার্কেট ও রেল স্টেশন এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

 

জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে নিউমার্কেটের সামনে থেকে বিএনপির একটি মিছিল ডাকবাংলায় সমাবেশস্থলের দিকে যাচ্ছিল। এসময় সড়কের বিপরীত দিকে কয়েকটি মোটরসাইকেলে করে আওয়ামী লীগ কর্মীরা আসছিল।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিল থেকে ধাওয়া দিলে মোটরসাইকেল ঘুরিয়ে আওয়ামী লীগ কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে। কিন্তু নিউমার্কেট বাইতুন নূরের সামনে আওয়ামী লীগ ও যুবলীগের আরেকটি অংশ বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে। পরে বিএনপি কর্মীরা মিছিল নিয়ে শিববাড়ির দিকে ও আওয়ামী লীগ কর্মীরা বায়তুন নূর মসজিদের সামনে অবস্থান নেয়।

 

অপরদিকে বিএনপি সমাবেশে আগতদের বাধা দেওয়াকে কেন্দ্র করে খুলনা রেল স্টেশনেও ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের একটি অংশ রেল স্টেশন এলাকায় বিএনপি কর্মীদের বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় পুলিশ লাঠি চালালে বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। একপর্যায়ে রেল স্টেশনের দরজার কাঁচ ভাংচুর করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে প্রচুর পুলিশ স্টেশন এলাকায় অবস্থান নেয়।

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন জানান, কাউকে বাধা দেয়া হয়নি, এবং ধৈর্যের সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video