চট্টগ্রাম সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

জনপদ

খাল থেকে ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ফেব্রুয়ারী ১৫, ০২:৪৮ অপরাহ্ন

চট্টগ্রামের মিরসরাইয়ে খাল থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। অনুমান ৪৫ বছর বয়সী মৃতব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি।

 

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার জোরারগঞ্জ থানাধীন জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কের দেওয়ানপুর এলাকার একটি খাল থেকে উক্ত লাশ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, খালের পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

 

জোরারগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন বলেন, জোরারগঞ্জ থানা পুলিশ খাল থেকে অনুমান ৪৫ বছর বয়সী এক পুরুষের লাশ উদ্ধার করেছে। লাশের মুখের ডানপাশে সড়কের সাথে ঘষা লাগার দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে মৃতব্যক্তি সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত কোন গাড়ীর ধাক্কায় খালে ডুবে মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের ফলাফল ফেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখনো পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


- নাছির উদ্দিন, মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video