চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

জনপদ

মিরসরাইয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ আগস্ট ০২, ০৬:১৭ অপরাহ্ন
চট্টগ্রামের মিরসরাইয়ে অনুষ্ঠিত মূল্যবোধ, নৈতিকতা, পরার্থপরতা, দেশপ্রেমে তরুন সমাজকে উদ্ধৃদ্ধকরন বিষয়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানূর রহমান।

ভালো মানুষগুলোর মূল্যায়ন হচ্ছে না আমাদের সমাজে। টাকা থাকলে তাকে বড়লোক বলা হয়। আমার কোন নিজস্ব সম্পত্তি নেই। আমার স্ত্রীর অবসর ভাতা দিয়ে চলে আমার সংসার। চট্টগ্রামের মিরসরাইয়ে অনুষ্ঠিত মূল্যবোধ, নৈতিকতা, পরার্থপরতা, দেশপ্রেমে তরুন সমাজকে উদ্ধৃদ্ধকরন বিষয়ক সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পিকেএসএফের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. খলীকুজ্জমান।

 

২ অগাস্ট সকালে মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানূর রহমান। প্রধান অতিথি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের যে কোন বিষয়ে দক্ষ করে। তবে সবার আগে মানুষ হতে হবে আমাদের। অশিক্ষিত লোক চুরি করে না। মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত শিক্ষিত ব্যক্তিরা। 

 

উন্নয়ন সংস্থা অপকা'র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় কিউকে আহমেদ ফাউন্ডেশনের বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের দূযোর্গ ব্যবস্থাপনা সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে অনুষ্ঠিত সম্মেলনে অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন, পিকেএসএফের অতিরিক্ত পরিচালক মো. জসীম উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক রাগীব ইবনূল আসিফ প্রমুখ। 


- নাছির উদ্দিন / মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video