চট্টগ্রাম বিভাগের অনেক রোগী নিয়মিত চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নেন যার বেশিরভাগ গরিব ও দুঃস্থ। চট্টগ্রাম
মেডিকেল কলেজের
সেবাকে ত্বরান্বিত করতে সেসব দুঃস্থ মানুষদের জন্য হুইল-চেয়ার
বিতরণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত ল্যাব গাইডলাইন আইএসও ১৫১৮৯:২০১২
অ্যাক্রিডিটেশন প্রাপ্ত ল্যাব চট্টগ্রামের এপিক হেলথ কেয়ার।
২৫ অক্টোবর মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসানের হাতে এসব হুইল-চেয়ার তুলে দেন এপিক হেলথ কেয়ারের একটি প্রতিনিধিদল। এসময় উপস্থিত ছিলেন চমেকের এসিস্ট্যান্ট ডিরেক্টর ডা. মো. জাহাঙ্গির আলম চৌধুরী ও ডা. হুমায়ুন কবির। এপিক হেলথ কেয়ারের প্রতিনিধিদলে ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর সেলস এন্ড মার্কেটিং টি এম হান্নান, ডিরেক্টর বিজনেস ডেভলাপমেন্ট জসিম উদ্দিন, ম্যানেজার অপারেশন্স ডা. হামিদ হোসাইন আজাদ, এজিএম সেলস এন্ড মার্কেটিং সুমন ভৌমিক ও আমিরুল ইসলাম।
- মা.সো
মন্তব্য করুন