রঁদেভূ চট্টগ্রাম
বিশ্ববিদ্যালেয়র অন্যতম একটি সাংস্কৃতিক সংগঠন। এ সংগঠনের শিল্পীরা ক্যাম্পাসের
বিভিন্ন অনুষ্ঠানে তাদের সাংস্কৃতিক নৈপূণ্য প্রদর্শনের মাধ্যমে ইতোমধ্যে সকলের মন
জয় করতে সক্ষম হয়েছে। আদিবাসী সংস্কৃতি ও ভাষা বৈচিত্র্য উৎসব ২০২৩ অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ
আখতার একথা বলেন।
৫ মার্চ রবিবার বিকালে চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় এবং রঁদেভূ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে চবি উন্মুক্ত মঞ্চে আদিবাসী
সংস্কৃতি ও ভাষা বৈচিত্র্য উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বর্ষা চাকমার
সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য
(একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
অনুষ্ঠানে প্রধান অতিথি
আরো বলেন, বাংলাদেশে বিভিন্ন অঞ্চল ও এলাকায় বিভিন্ন ভাষার মানুষ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে
বসবাস করে আসছে। এ সকল মানুষের রয়েছে নিজস্ব ভাষা, কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য। এ
ধরণের অনুষ্ঠানের মধ্যে দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন
ভাষাভাষী শিক্ষার্থীরা একে অপরের সাথে ভাব বিনিময়ের মাধ্যমে পারস্পরিক ভাষা,
কৃস্টি ও সংস্কৃতি সম্পর্কে অবহিত হতে পারবে এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ
সম্পর্ক অধিকতর সুদৃঢ় হবে।
সজীব তালুকদার ও ডচেং
নূ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা, চবি ইতিহাস বিভাগের সহযোগী
অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা, চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক জেসী
ডেইজী মারাক ও চবি ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক উমেছেন।
পরে রঁদেভূ শিল্পীগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
- মা.ফা.
মন্তব্য করুন