চট্টগ্রাম সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

শ্রমজীবী

সমাবেশে বক্তারা বলেন, নো পার্কিং মামলা ঢাকা সিটিতে জরিমানা করা হয় ১ হাজার টাকা, ঠিক একই মামলায় চট্টগ্রাম সিটিতে জরিমানা করা হচ্ছে ৩ হাজার টাকা।

মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম অটোরিকশা ও অটেটেম্পো শ্রমিক ইউনিয়নের সমাবেশ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৩ মে ০১, ০৪:২৬ অপরাহ্ন
মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন-১৪৪১-এর বিশাল র‌্যালীর একাংশ।

মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম অটোরিকশা ও অটেটেম্পো শ্রমিক ইউনিয়নের (রেজি নং ১৪৪১) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১ মে সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর সিআরবি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি হাজী কামাল উদ্দিন।

 

ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. সোলায়মান, সহ-সম্পাদক মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, কেন্দ্রীয় নেতা হাসান মোল্লা, হাজী শফিক, কামাল ভান্ডারী, হাটহাজারী থানা শাখার সভাপতি মো. আলী আকবর, পাহাড়তলী থানা শাখার সভাপতি মো. মানিক প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, নো পার্কিং মামলা ঢাকা সিটিতে জরিমানা করা হয় ১ হাজার টাকা, ঠিক একই মামলায় চট্টগ্রাম সিটিতে জরিমানা করা হচ্ছে ৩ হাজার টাকা। এক দেশে দুই ধরনের আইন প্রয়োগ খুবই দুঃখজনক ও বৈষম্যমূলক।

 

নেতৃবৃন্দ বলেন, সিএনজি পেট্টোলচালিত-৪ স্ট্রোক থ্রি হুইলার সার্ভিস নীতিমালা ২০০৭-এর অনুচ্ছেদ-চ (৩) ধাারার নির্দেশনা অনুযায়ী এবং চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের দাখিল করা ১৫১টি স্পটের তালিকার ভিত্তিতে সিএনজি অটোরিকশার জন্য নগরীতে স্ট্যান্ড বা পার্কিং-প্লেস দিতে হবে। স্ট্যান্ড বা পার্কিং প্লেস না দিয়ে বেআইনিভাবে নো-পার্কিং মামলা দেওয়া বন্ধ করতে হবে। তাছাড়া কর্তব্যরত কিছু সংখ্যক সার্জেন্টদের মামলার দৈনিক কোটা পূরণের অসহায় বলি বানিয়ে নো-পার্কিং প্রতিবন্ধকতা সৃষ্টি প্রভৃতি মিথ্যা অজুহাতে চালকদের বিরুদ্দে মামলা ও হয়রানি কঠোরভাবে বন্ধ করতে হবে।

 

সভাপতির বক্তব্যে হাজী মো. কামাল উদ্দিন বলেন, আমাদের ন্যায্য দাবীগুলো অত্যন্ত ন্যায়সঙ্গত। শ্রমিকদের রুটি রুজির জন্য অবিলম্বে দাবীগুলো নেমে নিতে হবে। তিনি বলেন, আমরা আন্দোলন সংগ্রাম করতে চাই না। আমরা পরিবার পরিজনসহ অধিকার নিয়ে বাঁচতে চাই।

 

সমাবেশ শেষে এক বিশাল মিছিল সিআরবি-কদমতলী-বিআরটিসি হয়ে রেলষ্টেশনে গিয়ে শেষ হয়।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video