বর্ণাঢ্য আয়োজনের মধ্য
দিয়ে নারী শিক্ষা আন্দোলনের সুতিকাগার মহিলা কলেজ চট্টগ্রামের সুবর্ণ জয়ন্তী
উদযাপন করা হয়। ১৪ জানুয়ারি শনিবার সুবর্ণ জয়ন্তীর দ্বিতীয় দিনের অনুষ্ঠান
শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও স্মার্ট মহিলা
কলেজ চট্টগ্রাম-এর রূপকার অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া।
কলেজের গভর্নিং বডির সভাপতি ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা-উপমন্ত্রী ও কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাণী উপস্থাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার। বক্তব্য রাখেন বিশেষ অতিথি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. গাজী গোলাম মওলা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণ জয়ন্তীর কো-চেয়ারম্যান হাসিনা মহিউদ্দীন, গভর্নিং বডির সদস্য ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, হাটহাজারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মির কফিল উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ রাশেদ মনোয়ার ও জামশেদুল আলম চৌধুরীসহ কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
- মা.ফা.