চট্টগ্রামে চন্দনাইশ
উপজেলার শুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকলু দাশগুপ্ত'র অনৈতিক ঔদ্ধ্যত্বপূর্ণ অশিক্ষক সুলভ আচরণ এবং বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ
দলিল-দস্তাবেজের অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানবন্ধন করেছেন স্কুলের প্রাক্তন
শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
অন্যায়ভাবে ছাত্র-ছাত্রীদের
হয়রানি, নানা অনিয়ম, অভিভাবকদের হুমকি প্রদানের প্রতিবাদে শুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের
সামনে মানববন্ধন করেছেন তারা। স্কুলের প্রাক্তন ছাত্র তৃষিত চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে
বক্তব্য রাখেন প্রিয়ব্রত চৌধুরী, পলাশ দাশ, মৃদুল দাশ, সঞ্চয় ভট্টাচার্য্যসহ স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা
বলেন, ঐতিহ্যবাহী শুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকলু দাশগুপ্ত শিক্ষার্থীদের
রেজিস্ট্রেশন ফি ও ইউনিক আইডি বাবদ মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। উপবৃত্তির জন্য
প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে রশিদ ছাড়া টাকা আদায় করেছেন। অভিভাবকদের না জানিয়ে
গোপনে নিজস্ব লোকজন দিয়ে ম্যানেজিং কমিটি গঠন করেছেন। এ বিষয়ে কয়েকজন অভিভাবক টিকলু দাশগুপ্তের নিকট জানতে চাইলে তিনি অভিভাবকদের
সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এছাড়াও তার বিরুদ্ধে নানা কাজের অজুহাতে বিদ্যালয়ের অর্থ
আত্মসাতের অভিযোগ রয়েছে। বক্তারা অবিলম্বে বিদ্যালয়ের দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের
অপসারণ ও শাস্তি দাবি করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ ঘটনার পর মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা ঘটনাস্থলে গিয়ে অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির সাথে বৈঠক করে সাংবাদিকদের জানান, লিখিত অভিযোগ পেলে প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
- মা.ফা