দরিদ্র ও মেধাবী
মাদরাসা শিক্ষার্থীদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘আন নাবিল’ বৃত্তি পরীক্ষা
অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের উত্তর এবং দক্ষিণ জোনে একযোগে ৮টি কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা
অনুষ্ঠিত হয়।
১১ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এই পরীক্ষায় চট্টগ্রামের শতাধিক মাদরাসার প্রায় ৩ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ২০১১ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আন নাবিল শিশু কিশোর সাহিত্য সংস্কৃতি সংসদ বৃত্তি প্রদান ছাড়াও দরিদ্র ও মেধাবী মাদরাসা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ, শীতবস্ত্র, চিকিৎসা সহায়তা, ফ্রি কোচিং ও লেন্ডিং লাইব্রেরীর ব্যবস্থা করা এবং আরবী ভাষা শিক্ষা কোর্স, পিইসিই ও জেডিসি পরীক্ষার চূড়ান্ত সাজেশন প্রকাশসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে।
পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আন নাবিল বৃত্তি প্রকল্পের সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম, সিলেট আলিয়া মাদ্রাসার প্রভাষক আব্দুর রহমান, তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদ্রাসার প্রিন্সিপাল এইচ.এম শহিদুল্লাহ, আন নাবিল বৃত্তি প্রকল্পের দক্ষিণ জোনের প্রধান পৃষ্ঠপোষক মুহাম্মদ ফায়েদ, আহবায়ক কেফায়েত উল্লাহ, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম, উত্তর জোনের প্রধান পৃষ্ঠপোষক আ.ন.ম জোবায়ের, আহবায়ক সাইফুদ্দীন খালেদ, সদস্য সচিব মুহাম্মদ মূছা, এবং আন নাবিল বৃত্তি প্রকল্পের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
- ই.হো