চট্টগ্রাম সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

যোগাযোগ

সুদীর্ঘ প্রতীক্ষার অবসান

ঢাকা-জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু আজ


প্রকাশিত : বুধবার, ২০২২ Jun ০১, ১০:৪৯ পূর্বাহ্ন
প্রথম যাত্রার জন্যে প্রস্তুত মিতালী এক্সপ্রেস

সুদীর্ঘকাল প্রতীক্ষার পর ঢাকা এবং ভারতের জলপাইগুড়ির মধ্যে বাণিজ্যিকভাবে মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচল আজ থেকে শুরু হচ্ছে।  

 

এ ট্রেনযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান ভারতের দিল্লি থেকে অনুষ্ঠিত হচ্ছে।  এতে যোগদানের উদ্দেশ্যে বাংলাদেশের রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ইতোমধ্যেই ভারতে অবস্থান করছেন।  তিনি এবং ভারতীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব  সকাল ৯টা ২৫ মিনিটে ট্রেনটির ভার্চুয়াল ফ্ল্যাগ অফ করার কথা।

 

মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে চলাচল করবে। ট্রেনটি হলদিবাড়ি (ভারত)-চিলাহাটি (বাংলাদেশ) রুট দিয়ে চলাচল করবে।  এ ট্রেনের পরিচালন সময় ৯ ঘণ্টা ৫৫ মিনিট।  নিউ জলপাইগুড়ি ছাড়বে ১১:৪৫ (আই এস টি), ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পৌঁছাবে ২২:৩০ ( বি এস টি), অনুরূপভাবে ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়বে ২১:৫৯ (বি এস টি) নিউ জলপাইগুড়ি পৌঁছাবে ৭:১৫ মিনিট।

 

ট্রেনটি সপ্তাহে দুই দিন চলাচল করবে।  ভারত থেকে রবি ও বুধবার, বাংলাদেশ থেকে সোম ও  বৃহস্পতিবার।  ট্রেনের ভাড়া এসি বার্থ ৫ হাজার ২৫৫, এসি সিট ৩ হাজার ৪২০, এসি চেয়ার  ২ হাজার ৭৮০ টাকা। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video