চট্টগ্রাম সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

দুর্ঘটনা

প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও কয়েক জন। এছাড়া শিশু ও নারীসহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রাজধানীর গুলশানে বহুতল ভবনে অগ্নিকান্ড


প্রকাশিত : সোমবার, ২০২৩ ফেব্রুয়ারী ২০, ০১:৩৫ অপরাহ্ন

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় ১৯ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা সাতটার দিকে একটি বহুতল ভবনের সাততলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেনাবাহিনীর একটি দল এবং ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে গুলশানের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও কয়েক জন। এছাড়া শিশু ও নারীসহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন গণমাধ্যম-কর্মীদের জানান, অগ্নিকান্ডের ১২তলা ভবনের বিভিন্ন তলা থেকে ২ জন শিশু ও ৪ জন নারীসহ মোট ২২ জন জীবিত উদ্ধার করা হয়েছে এবং ১ জনের মৃত্যু হয়েছে 

 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, অগ্নিকান্ড নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। অগ্নিকান্ডের খবর পেয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে যান এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করছিলেন। এছাড়া ফায়ার সার্ভিসসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

অগ্নিকান্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস, তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার। তিনি বলেন, গুলশানে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তদন্ত কমিটির প্রধান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। সদস্য হিসেবে থাকবেন উপ-পরিচালক, ঢাকার সহকারী পরিচালক, গুলশান জোনের উপ-সহকারী পরিচালক ও স্থানীয় ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

 

রাস্তায় মানুষের ভিড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে বলে মেয়র আতিকুল ইসলাম অভিযোগ করে বলেছেন, রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা জনগণের কারণে আমাদের উদ্ধারকাজ অনেকটা পিছিয়ে গেছে। নাহলে উদ্ধারকা্র্যক্রম এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ আমাদের দুই ঘণ্টা আগে শেষ হয়ে যেত।

- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video