চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ আগস্ট ২২, ০৫:২৬ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ডা. দিবাকর চন্দ্র দাস।

বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট রবিবার বিকালে নগরীর নয়াবাজার মোড়ে মাতৃভূমি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ডা. দিবাকর চন্দ্র দাস।     

 

কমিটির সাধারণ সম্পাদক লায়ন যীশু দের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে  ২০০৪ সালের এই দিনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে ন্যাক্কারজনক গ্রেনেড হামলার তীব্র নিন্দা জানান।

 

সভাপতি ডা. দিবাকর চন্দ্র দাস তার বক্তব্যে মর্মান্তিক এ ঘটনায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী, বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগের প্রধান উপদেষ্টা নাজমুল হাসান পাপন এমপির মা, বিশিষ্ট নারীনেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি গ্রেনেড হামলায় আহত জননেত্রী শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মীর প্রতি গভীর সমবেদনা জানিয়ে হামলার সাথে জড়িতদের দ্রুত শাস্তির দাবী জানান।

 

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি মো. ইব্রাহীম শিকদার দুলাল, মো. জাহেদুল ইসলাম সুজন, মো. মোশারেফ হোসেন পাটোয়ারী, অর্থ বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহসিন, কৃষি বিষয়ক সম্পাদক শান্ত সেন প্রমুখ।

- নু.বা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video