জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত
হয়ে সোনার বাংলা গড়ার লড়াইয়ে সামিল হতে হবে। পাঠ্য পুস্তক পড়ে ভাল ফলাফল করা যায়
কিন্তু প্রকৃত জ্ঞান অর্জন করতে হলে বড় মানুষদের আত্মজীবনী পড়তে হবে। সমাজে যারা
ভালো কাজ করে তাদের আমরা ভুলে যাই কিন্তু প্রকৃতি তাদের ভোলে না। এজন্য
শিক্ষার্থীদের উচিৎ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে জ্ঞান অর্জন করে দেশ গড়ার
কাজে শামিল হওয়া। ১৯ মার্চ রবিবার সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের
বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চট্টগ্রাম
সিটি কর্পোরেশন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মেয়র সরাইপাড়া সিটি কর্পোরেশন
ডিগ্রী কলেজের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন। একই সাথে শিক্ষক ও
অভিভাবকদের ছেলে-মেয়েদের মুক্তিযুদ্ধের গল্প শোনানোর আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর মো. নুরুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, সরাইপাড়া সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজের প্রিন্সিপাল রওশন আখতার, সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান, লায়ন এম শওকত আলী, এবিএম লুতফুল হক খুশী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
- মা.ফা.
মন্তব্য করুন