চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

শকুন আর উচ্ছিষ্টভোগী রাজনীতির কাকের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, তথ্য ও সম্প্রচার মন্ত্রী
প্রকাশিত : রবিবার, ২০২৩ অক্টোবর ২২, ০১:৩৬ অপরাহ্ন
চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশটাকে উন্নত সমৃদ্ধ করার পাশিপাশি সামাজিক ও কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন ঠিক তখনি দেশের উপর শকুনের দৃষ্টি পড়েছে। আর এসব শকুনের সহযোগী হয়ে দাঁড়িয়েছে রাজনীতির কাকেরা। এই শকুন আর উচ্ছিষ্টভোগী রাজনীতির কাকের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে।

 

২১ অক্টোবর শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

 

ড. হাছান মাহমুদ বলেন, আগামী ২৮ তারিখ নাকি বিএনপির ফাইনাল খেলা। সে দিন থেকে তারা সরকারের পতনযাত্রা শুরু করবে। আপনারা জানেন, গত বছরের ১০ ডিসেম্বর নয়াপল্টনের সামনে থেকে সরকারের পতনযাত্রা শুরু করতে চেয়েছিল তারা। সেটি গোলাপবাগের গরুর হাটে গিয়ে মারা পড়েছিলো। সুতরাং আগামী ২৮ তারিখে সরকারের পতনযাত্রা ঘটাতে গিয়ে তারা নিজেদের পতনযাত্রা শুরু করবে, সেটি যমুনা কিংবা বুড়িগঙ্গা নদীতে ডুবে যাবে।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যখন খাবারের উচ্ছিষ্ট বিলানো হয়, কাকেরা সেই খাবারের উচ্ছিষ্ট গ্রহণ করতে যায়। ঠিক তেমনি রাজনীতিতেও কিছু কাক আছে। যখন জিয়াউর রহমান ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়েছে তখন বিভিন্ন দলের নেতারা ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করার জন্য জড়ো হয়েছিলো। সেই দলের নাম হচ্ছে বিএনপি। ওরা রাজনীতির কাক।

 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরো বলেন, ফিলিস্তিনে শিশুদেরকে পাখি শিকারের মতো শিকার করা হচ্ছে, হাসপাতালে বোমা নিক্ষেপ করে আটশ মানুষকে হত্যা করা হয়েছে। এমনকি খ্রীষ্টান ধর্মাবলম্বীদের গীর্জাও রেহাই পায়নি। সেখানে হামলা চালিয়ে ১৮ জনকে হত্যা করা হয়েছে। প্রতিদিন চলছে সেখানে নির্বিচার হত্যাকান্ড। যখন মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘঠিত হচ্ছে, শকুনেরা নাখোশ হতে পারে সেই ভাবনায় বিএনপি কোন কথা বলে না। এরা আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

 

চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি জাবেদ জাহাঙ্গীর টুটুল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিশু কিশোর মেলার সভাপতি মিয়া মনসফ।  

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মুনিরুজ্জামান লিটন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবুল, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার উপদেষ্টা মো. আকতার হোসেন খান, সাদাত আনোয়ার সাদী, জেলা পরিষদ সদস্য আমম দিলসাদ, হেলাল মোহাম্মদ নুরী, ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী, মোহাম্মদ বেলাল হোসেন ও মো. ফারুক চৌধুরী।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video