মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধনকালে
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম বলেন, ডেঙ্গু দমন করতে হলে
সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতন হতে হবে।
আজ ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ৩৭নং উত্তর-মধ্যম হালিশহর মুনির নগর ওয়ার্ডে এই কার্যক্রমের শুভ সুচনাকালে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের চারপাশের যেসব স্থানে এডিস মশা জন্ম নেয় সেসব স্থান সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দিতে হবে যাতে এডিস মশা জন্মাতে না পারে। এই ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের ঝোঁপ-ঝাড় পরিষ্কার করা ও নালা-নর্দমায় জমাটবদ্ধ পানিতে ওষুধ ছিটানো হবে।
ভারপ্রাপ্ত মেয়র আরও বলেন, ডেঙ্গু একটি
ভাইরাসজনিত রোগ। সাধারণত বর্ষায় জুলাই থেকে অক্টোবরের মধ্যে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়।
বর্তমানে কারও জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে সাথেসাথে চসিক জেনারেল হাসপাতাল ও আরবান
হেলথ সেন্টারে চিকিৎসকের পরামর্শ নিন।
ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধন শেষে জনসচেতনতার
লক্ষ্যে ভারপ্রাপ্ত মেয়র র্যালী ও লিফলেট বিতরণ করেন। এসময় ওয়ার্ড কাউন্সিলর আবদুল
মান্নান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ
আবুল হাশেম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- মা.ফা
মন্তব্য করুন