চট্টগ্রাম সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

ছিনতাইকৃত জাহাজ যত দ্রুত সম্ভব উদ্ধারের চেষ্টা চলছে: পররাষ্ট্র মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ মার্চ ২৪, ১২:২৭ অপরাহ্ন
চট্টগ্রাম সার্কিট হাউসে জেলায় সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করছেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পূর্বেকার ছিনতাইকৃত জাহাজ মনি উদ্ধার করতে একশ দিন সময় লেগেছিল। তবে আমরা বর্তমানে যত দ্রুত সম্ভব উদ্ধারের চেষ্টায় আছি। ইতোমধ্যে দস্যুদল জাহাজ মালিকের সাথে যোগাযোগ করেছে। অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করছে। আমরা চেষ্টা করছি যাতে জাহাজের কোন ক্ষতি না হয়, নাবিকদের কোন ক্ষতি না হয় সেভাবে কাজ করতে। ছিনতাইকৃত জাহাজে কয়লা রয়েছে যা একটি দাহ্য পদার্থ। কাজেই এমন কিছু করা যাবে না যাতে দাহ্য পদার্থের কারণে নাবিক ও জাহাজ উভয়ই হুমকির সম্মুখিন হয়। আমরা আশা করছি দ্রুতই ছিনতাইকৃত জাহাজ ও নাবিকদের নিরাপদে উদ্ধার করতে পারবো।

 

এক প্রশ্নের জবাবে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার অস্থিতিশীল করে পণ্যমূল্য বাড়ানোর উদ্দেশ্যেই বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রী বলেন, প্রতিবেশি ভারতের সাথে আমাদের হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। এসব সীমান্ত দিয়ে বৈধ উপায়ে প্রতিদিন পণ্য আনা-নেওয়া হয়। বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়। বিএনপি নেতারা চিকিৎসার জন্য ভারত যান, ভারতীয় পেঁয়াজ খান, তাদের নেত্রী ভারতীয় শাড়ি পরেন, যেসব নেত্রীরা রাস্তায় গলা ফাটায় তারাও ভারতীয় শাড়ি পরেন, ইফতার বা সেহেরিতে ভারতীয় গরুর মাংশ ছাড়া তাদের চলে না। কাজেই তাদের মুখে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হিপোক্রেসি ছাড়া কিছু নয়। কিছুটা হাসির ছলে মন্ত্রী বলেন, রিজভি সাহেব গায়ের শাল পুড়িয়েছেন। এ শাল ভারতীয় নাকি বঙ্গবাজার থেকে কিনেছেন তা নিয়ে সন্দেহ আছে।

 

উন্নয়ন সমন্বয় সভা বিষয়ে মন্ত্রী বলেন, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা, যানজট পাহাড়কাটা প্রভৃতি বিষয় সভায় আলোচিত হয়েছে। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আরো আড়াই বছর মেয়াদ রয়েছে। এ আড়াই বছরে প্রকল্প চলাকালীন সময়ে জনগণের যেন ভোগান্তি না হয় সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকল্প শেষে সঠিক রক্ষণাবেক্ষণ এবং সার্বিক সমন্বয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রতি ৩ মাস অন্তর এ সভা করার সিদ্ধান্ত হয়েছে।

 

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সমন্বয় সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী, অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান, আবদুছ ছালাম এমপি, এমএ মোতালেব এমপি, মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি, এসএম আল মামুন এমপি, মহিউদ্দিন বাচ্চু এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিনসহ জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video