চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

চট্টগ্রামে সাংবাদিকদের সাথে ড. হাছান মাহমুদের ঈদ শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৩ এপ্রিল ২৪, ১১:৪৮ পূর্বাহ্ন
চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর পাড় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

ড. হাছান মাহমুদ এমপি বলেন, বিএনপির অবস্থা হয়েছে কোলা ব্যাঙের মতন। ব্যাঙ প্রাণী ছোট, আওয়াজটা খুব বড়। বর্ষাকালে যখন চারদিক পানিতে ডুবে যায় তখন ব্যাঙ প্রচন্ড আওয়াজ করে। বিএনপিও বিদেশিদের হাত-পা মালিশ করেছে কিন্তু কোন লাভ হয় নাই। যাদের উপর ভরসা করেছিল তাদের উপর কোন ভরসা নাই। সে জন্য বিএনপি হতাশাগ্রস্ত হয়ে ব্যাঙের মত বড় বড় আওয়াজ করছে। 

 

২৩ এপ্রিল চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর পাড় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এসব কথা বলেন।

 

এ সময় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি সফর আলী উপস্থিত ছিলেন।

 

ড. হাছান মাহমুদ বলেন, সারা পৃথিবীতে বিএনপির পেইড এজেন্ট আছে। তারা যে বিভিন্ন এজেন্টর কাছে টাকা পাঠায় সেগুলোর অডিও ক্লিপ ফাঁস হয়েছে। এভাবেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এগুলোতেও যখন কার্যকর হচ্ছে না তখন বিএনপি মিডিয়ার উপর চড়াও হয়েছে। মিডিয়া সরকারের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে খারাপ সংবাদ পাচ্ছে না। আর পাচ্ছে না বলেই পরিবেশিত হচ্ছে না। মির্জা ফখরুলের এই আক্রমণ সরকারের প্রতি নয়, মিডিয়ার প্রতি। মির্জা ফখরুল চরম হতাশা থেকে এ কথাগুলো বলছে।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে সারাবিশ্বে প্রধানমন্ত্রীর নেতৃত্বকে প্রসংশা করছে। নিক্কি ইনস্টিটিউট এবং ব্লুমবার্গের যৌথজরিপ বলছে করোনা মহামারির মাঝেও বাংলাদেশের অবস্থান পৃথিবীর মধ্যে ৫ম এবং উপমহাদেশে ১ম। এছাড়াও এর মধ্যে আমাদের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়েছে। সেটি নিয়ে ভারত ও পাকিস্তানে প্রশংসা হয়েছে। এ নিয়ে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমে তাদের রাজনীতিবিদ ও ক্ষমতাসীনদের নিয়ে সমালোচনা হয়েছে। কিন্তু আমাদের দেশে প্রশংসার ফুলঝুড়ি বয়ে যায়নি, এটিই বাস্তবতা।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরো বলেন, সমগ্র পৃথিবীতে যখন মন্দা পরিস্থিতি, ইউরোপে পণ্যের সংকট হয়েছে। আমাদের দেশে দাম বাড়লেও পণ্যের সংকট হয়নি। যখন বাংলায় দুর্ভিক্ষ হয় তখন ৬ টাকায় ১ মন চাল পাওয়া যেত। তবু মানুষ পণ্য কিনতে পারেনি। এখন একজন রিকসাওয়ালা তার ১ দিনের মজুরি দিয়ে ১০ থেকে ১৫ কেজি মোটা চাল কিনতে পারে। সুতরাং দেশে পণ্যের দাম বৃদ্ধির সাথে সাথে ক্রয়ক্ষমতা ও বেড়েছে।

 

এসময় মন্ত্রী বলেন, দেশের মানুষের মধ্যে নিরব দুর্ভিক্ষ চলছে মির্জা ফখরুলের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মিডিয়ার এক্সপোনেশিয়াল গ্রোথ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে হয়েছে। আমরা ২০০৯ সালে সরকার গঠন করার সময় দৈনিক পত্রিকা ছিল ৪ শত ৫০ টি, টেলিভিশন চ্যানেল ছিল ১০টি। আর এখন ১২ শত ৬০টি পত্রিকা এবং ৩৬টি চ্যানেল সম্প্রচারে সম্প্রচারে আছে। চ্যানেল এবং পত্রিকাগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমের শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য প্রধানমন্ত্রীর হাত ধরে মিডিয়ার ব্যাপ্তি ঘটলেও সবসময় দেখতে পাই গণমাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে পরিস্ফুটন হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে খারাপ সংবাদ সেটি অনেক গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video