চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

এ উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ১০০ জন শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ এপ্রিল ১৮, ১২:০৪ অপরাহ্ন
নগরীর নন্দনকাননস্থ চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের উদ্বোধন করছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও তাঁর সহধর্মিণী তানজিয়া রহমান।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, নারীদের অবহেলিত রেখে একটি দেশ সমৃদ্ধি লাভ করতে পারেনা। উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে নারী সমাজের ভূমিকা অপরিসীম। এ লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সফল নারী হয়ে সমাজের পিছিয়ে থাকা নারী-শিশুদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমরা সকলে আন্তরিক হলে সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হবে।

 

১৭ এপ্রিল সোমবার বিকেলে নগরীর নন্দনকাননস্থ চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের শুভ উদ্বোধন ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুরুতে লেডিস ওয়েলফেয়ার ক্লাবের উদ্বোধন করেন জেলা প্রশাসকের সহধর্মিণী ক্লাবের প্রতিষ্ঠাতা সভানেত্রী তানজিয়া রহমান ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

 

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা সভানেত্রী ও জেলা প্রশাসকের সহধর্মিণী তানজিয়া রহমান বলেন, সমাজে যে সকল অবহেলিত নারী রয়েছে তাদেরকে এ ক্লাবের মাধ্যমে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের আওতায় এনে স্বাবলম্বী করা এ ক্লাবের মূল উদ্দেশ্য। সুবিধাবঞ্চিত নারী ও ছিন্নমূল শিশুদের সমাজকল্যাণমূলক কাজে এ ক্লাব সবসময় পাশে থাকবে।


 

চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের শুভ উদ্বোধন ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভানেত্রী শারমীন আকতার। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আবু রায়হান দোলন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেক, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং তাদের সহধমির্ণীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

এসময় সুবিধাবঞ্চিত ১০০ জন শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video