চট্টগ্রাম বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২২ সেপ্টেম্বর ২৫, ০৫:৩১ অপরাহ্ন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্য রাখছেন হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সেপ্টেম্বর /২০২২ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।

 

আজ ২৫ সেপ্টেম্বর রবিবার দামপাড়া পুলিশ লাইনে মাল্টিপারপাস সেডে পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর গত কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যা সমূহের সমাধানকল্পে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত করেন উপ পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) মোহাম্মাদ হানিফ।

 

কল্যাণ সভায় সিএমপি কমিশনার পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বিভিন্নস্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষনিক সমাধানের নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি সকল থানার অফিসার ইনচার্জদের হাতে থানায় স্থাপিত লাইব্রেরীর জন্য বই তুলে দেন।

 

এছাড়াও সভায় দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারিশ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


- প্রেস বিজ্ঞপ্তি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video