চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

গত বছরের চ্যাম্পিয়ন চকরিয়ার তরিকুল ইসলাম জীবনকে মাত্র ১ মিনিটে হারিয়ে জব্বারের বলী খেলার নতুন চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী।

ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার এবারের চ্যাম্পিয়ন শাহজালাল বলী

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৩ এপ্রিল ২৬, ০২:০০ অপরাহ্ন
ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৪ তম আসরের চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল বলী।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার গত বছরের চ্যাম্পিয়ন চকরিয়ার তরিকুল ইসলাম জীবনকে মাত্র ১ মিনিটে হারিয়ে জব্বারের বলী খেলার নতুন চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী।   

 

২৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে বলী খেলার ১১৪ তম আসরের ফাইনালে চট্টগ্রাম ও বিভিন্ন জেলা থেকে আগত মোট ৬০ জন বিশিষ্ট বলী অংশ নেন। এদের মধ্যে ১২ জন চূড়ান্ত পর্বে উন্নীত হন। এই ১২ জন থেকে প্রতিযোগিতার মাধ্যমে সেরা ৪ জন সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন।

 

বিকেল সাড়ে ৩ টায় শুরু বলীখেলায় প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হন গতবারের চ্যাম্পিয়ন চকরিয়ার তরিকুল ইসলাম জীবন ও খাগড়াছড়ির সৃজন চাকমা। প্রায় ১১ মিনিট ৩৬ মিনিটের লড়াইয়ে সৃজন বলী হার মানেন জীবন বলীর কাছে। দ্বিতীয় সেমি-ফাইনালে কুমিল্লার শাহ জালাল বলীর সাথে লড়াইয়ে নামেন আনোয়ারার আবদুর নুর। মাত্র ১ মিনিট ২৬ সেকেন্ডের লড়াইয়ে শাহজালাল বলীর কাছে হার মানেন আবদুর নুর বলী। তৃতীয় স্থান নির্ধারণী পর্বে সৃজন চাকমা খুব সহজেই আবদুর নুর বলীকে পরাজিত করতে সক্ষম হন। পরে মুখোমুখি হন গতবারের দুই ফাইনালিস্ট। গতবার জীবন বলী জয়লাভ করলেও এবারে শাহজালালের সামনে দাঁড়াতেই পারেননি তিনি।

 

খেলা শেষে বলীখেলার প্রধান পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী চ্যাম্পিয়ন শাহজালাল বলীর হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ৩০ হাজার টাকা এবং জীবন বলীর হাতে রানার-আপ ট্রফি ও নগদ ২০ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন।

 

বলীখেলার পূর্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় আনুষ্ঠানিকভাবে ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৪ তম আসরের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, প্যানেল মেয়র আবদুস সবুর লিটন।


- মা.ফা. 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video