আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো চট্টগ্রামের ২০টির অধিক স্থানীয়,
জাতীয় এবং আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা, জাতিসংঘের সংস্থা সমন্বয়ে গঠিত ‘চট্টগ্রাম
আরবান নেটওয়ার্ক’। ২৮ আগস্ট রবিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান
মিলনায়তনে এক অবহিতকরণ সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নেটওয়ার্কের উদ্বোধন করা হয়।
নিরাপদ, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক চট্টগ্রাম নগর গড়ে তুলতে
সরকারি, বেসরকারি এবং সমাজের অন্যান্য ক্ষেত্র থেকে সকল অংশীজনকে সম্পৃক্ত করাই এই
নেটওয়ার্কের লক্ষ্য বলে ঘোষণা করা হয় অনুষ্ঠানে। নেটওয়ার্কের
সদস্য সংগঠনগুলো হলো- অগ্রযাত্রা, ব্রাইট বাংলাদেশ ফোরাম, বিটা, ব্র্যাক, সিডিএফ,
কোডেক, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র, ইলমা, ঘাসফুল, সপ্নীল ব্রাইট ফাইন্ডেশন,
জেএসইউএস, কারিতাস বাংলাদেশ, নিষ্কৃতি, সেভ দ্য চিলড্রেন, সংশপ্তক, মমতা,
ইউএনডিপি, উৎস, ইপসা, ওয়ার্ল্ড ভিশন। ইতিমধ্যে নেটওয়ার্কটি পরিচালনার জন্য ৯
সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম আরবান নেটওয়ার্কের
উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের
সহ-সভাপতি সুভাষ চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড.
ইফতেখার হোসাইন চৌধুরী, অধ্যাপক প্রফেসর এ.বি.এম আবু নোমান, নিষ্পাপ অটিজম
ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ড. বাসনা মুহুরী, প্রথম আলো পত্রিকার বার্তা সম্পাদক
ওমর কায়সার, আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ আনোয়ারা আলম।
নেটওয়ার্কের উপদেষ্টা কমিটির সদস্য উৎপল বড়ুয়ার
সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের
নগর পরিকল্পনাবিদ ওমর আবদুল্লাহ, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি
অধ্যাপক শাহজালাল মিশুক, নদী ও খাল রক্ষা ফোরামের আহ্বায়ক অলিওর রাহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম আরবান নেটওয়ার্কের
সহ-আহবায়ক মোস্তফা কামাল যাত্রা শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরবর্তিতে নেটওয়ার্কের
লক্ষ্য, উদ্দেশ্য, গঠন প্রণালী, কর্ম পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে তথ্যচিত্র
উপস্থাপন করেন নেটওয়ার্কের আহ্বায়ক নাছিম বানু। চট্টগ্রাম আরবান নেটওয়ার্কের
সহ-সচিব লিটোন চৌধুরী এই নেটওয়ার্ককে আরও শক্তিশালী করে সকলে একসাথে কাজ করার
প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
- মা.ফা
মন্তব্য করুন