চট্টগ্রাম বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

হতদরিদ্র নারীদের কর্মমুখী করতে বিশ্ব নারী দিবস উপলক্ষে ১৪ জন অসহায় ও দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অসহায় নারীদের সেলাই মেশিন উপহার দিলেন চসিক মেয়র

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৩ মার্চ ১৫, ০৩:৫৩ অপরাহ্ন
বিশ্ব নারী দিবস উপলক্ষে অসহায় ও দুঃস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

কর্ম মানুষকে আত্মমর্যাদাপূর্ণ পরিচয় দেয়। এজন্য কর্মমুখী জীবন গঠনের মাধ্যম্যে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন গড়ার জন্য আজকে নারীদের হাতে আমরা সেলাই মেশিন তুলে দিলাম। আমাদের উপহার হয়তো অতিক্ষুদ্র কিন্তু আমাদের সদিচ্ছা আর স্বপ্নটা অনেক বড়। প্রত্যাশা রাখবো এই সেলাই মেশিনের মাধ্যমে দুঃস্থ নারীরা আত্মনির্ভরশীল হবেন এবং তাদের পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।

 

১৪ মার্চ বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে বিশ্ব নারী দিবস উপলক্ষে অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

 

নারী জনগোষ্ঠীকে অবহেলা না করে তাদের অর্থনীতির মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে মন্তব্য করে মেয়র আরো বলেন, সামগ্রিক টেকসই উন্নয়ন বাস্তবায়নে নারী সমাজকে পিছিয়ে রাখলে চলবে না। দরিদ্রতার বলয় থেকে নারীদের বের করে আনতে হবে। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সব অগ্রগতি ও উন্নয়নে সমঅংশীদারিত্ব নিশ্চিত করেছে। সারাবিশ্বে আজ তাই নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বাড়ছে স্বীকৃতি। আমরা চাই সমাজের প্রত্যেকটা নারী নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করুক।

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নারী ও শিশু উন্নয়ন স্ট্যান্ডিং কমিটির সভাপতি জেসমিন পারভিন জেসীর উদ্যোগে অনষ্ঠানে ১৪ জন অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন মেয়র। এসময় বিতরণকৃত সেলাই মেশিনগুলো বিক্রি না করার জন্য অনুরোধ জানান তিনি।

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র আফরোজা কালাম, নারী ও শিশু স্ট্যান্ডিং কমিটির সভাপতি সংরক্ষিত নারী কাউন্সিলর জেসমিন পারভীন জেসি।

 

এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, লুৎফুন্নেছা দোভাষ বেবি, শাহানূর বেগম, নীলু নাগ, তছলিমা বেগম নুরজাহান, শাহীন আক্তার রোজী, রুমকি সেন গুপ্ত, জাহেদা বেগম পপি, হুরে আরা বেগম বিউটি, ফেরদৌসী আকবর, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার বেগম, শিক্ষা কর্মকর্তা উজালা রাণী চাকমা ও উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু প্রমূখ।


- মা.ফা 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video