বিরাট কোহলির অসাধারণ এক ইনিংসের সুবাদে
ভারত পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সবচেয়ে
বড় ম্যাচটিতে’ হারিয়ে দিল।
কোহলি ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।
মেলবোর্নে
টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান।
দর্শক ঠাসা এমসিজি স্টেডিয়ামে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নেয় ভারত।
কোহলি
করেন অপরাজিত ৮২ রান। ৩৭ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন হার্দিক পাণ্ডিয়া।
বল হাতেও অনবদ্য হার্দিক নেন তিন উইকেট। সব মিলিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই বিরাট
জয় ভারতের। বহুদিন পর নিজের ‘রানমেশিন তকমা’র প্রতি সুবিচার
করলেন বিরাট।
শেষ ওভারে টানটান উত্তেজনার মধ্যে মোহাম্মদ
নওয়াজ বল হাতে নিয়ে প্রথম বলেই হার্দিক পাণ্ডিয়াকে প্যাভিলিয়নে পাঠান।
কিন্তু শেষপর্যন্ত দুটি ওয়াইড বল দেন
নওয়াজ, এবং শেষ বলে সহজেই চার মেরে জয় নিশ্চিত করেন রবিচন্দ্রন অশ্বিন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত
এই ম্যাচটিতে ৯০,২৯৩ জন দর্শকের সামনে এক স্মরণীয় জয় পেল ভারত।
বিজয়ী দলটি নিজেদের ইনিংসের একদম শেষ বলে
গিয়ে প্রতিপক্ষের করা ১৫৯ রান অতিক্রম করতে সক্ষম হয়।
ভারতীয় গণমাধ্যমের মতে, ভারত-পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ ছিল এটি, এবং এ জয় এনে দিয়ে ভারতীয়দের জন্য দীপাবলির আনন্দ যেন বাড়িয়ে দিয়েছেন যেন বিরাট কোহলি।
মন্তব্য করুন