প্রতিভাবান উশু খেলোয়াড় তৈরির লক্ষ্যে ২০ দিনব্যাপী তৃণমূল পর্যায়ে উশু প্রশিক্ষণ কর্মসূচী-২০২২-এর সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
বাংলাদেশ উশু ফেডারেশনের ব্যবস্থাপন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ২৬ আগস্ট শুক্রবার বিকালে সিজেকেএস জিমন্যাশিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেকেএস উশু কমিটির চেয়ারম্যান চন্দর ধর। সিজেকেএস নির্বাহী সদস্য ও উশু কমিটির সম্পাদক রেজিয়া বেগম ছবির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, এ.কে.এম এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী, আলী হাসান রাজু, কাজী মো. জসিম উদ্দিন, সরোয়ার আলম মনি, সিজেকেএস উশু কমিটির ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক উশু জাজ ও প্রশিক্ষক ডা. শফি, সিজেকেএস উশু কমিটির যুগ্ম সম্পাদক আবদুল আল ফয়সাল প্রমুখ।
২০ দিনব্যাপী উশু প্রশিক্ষণে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
- মা.সো
মন্তব্য করুন