সন্দ্বীপ উপজেলা
আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ’র নামাজে জানাজায়
সর্বস্তরের মানুষের ঢল নামে। ২৪ জানুয়ারী মঙ্গলবার সন্দ্বীপ উপজেলা পরিষদ চত্বর ও সন্দ্বীপ
আইডিয়াল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত দুইটি জানাজার নামাজে হাজার হাজার মানুষ উপস্থিত হয়
সন্দ্বীপের বর্ষীয়ান এ রাজনৈতিক নেতাকে শেষ বিদায় জানাতে।
সন্দ্বীপ উপজেলা
আওয়ামীলীগ বিএনপিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ হাজির হন মাস্টার শাহজাহান এর জানাজায়।
মান অভিমান ভুলে উপজেলা আওয়ামীলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
জানাজায় অংশগ্রহণ করেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা, স্বাচিপ সভাপতি ডা. জামাল উদ্দিন, উত্তর জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চেয়ারম্যান, উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আবদুল কাদের মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক সেলিম উদ্দিন হায়দার, বিএনপি নেতা নুরুল মোস্তফা খোকন, চট্টগ্রাম চেম্বার এন্ড কমার্সের পরিচালক সরওয়ার হোসেন জামিল শামীম, সাবেক মেয়র জাফর উল্যাহ টিটু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন, সন্দ্বীপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দিন, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল আহসান সুমন, বিএনপি নেতা আশ্রাফ উদ্দিন জনি, মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আনোয়ারুল ইসলাম, মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মিজানুর রহমান, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর, আমানউল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুর রেজা টিটু, হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাসেম মাস্টার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহমুদুল হাসান তুষার, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর নাছির উদ্দীন, সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীনসহ সন্দ্বীপের সর্বস্তরের জনগণ।
এসময় উপজেলা নির্বাহী
কর্মকর্তা সম্রাট খীসার নেতৃত্বে সন্দ্বীপ উপজেলা প্রশাসন, ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে
উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক
অর্পণ করা হয়।
-ওমর ফয়সাল/সন্দ্বীপ
মন্তব্য করুন