ইউক্রেনে রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে
রাশিয়ায় সরিয়ে নেওয়ার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জড়িত থাকার অপরাধে
আর্ন্তজাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
১৭ মার্চ শুক্রবার এক বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত
(আইসিসি) এই গ্রেফতারি পরোয়ানা ঘোষণা করে। রাশিয়া ইউক্রেনে নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে শিশুদের
সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ এনেছে জাতিসংঘ তদন্ত দল। এমন অভিযোগের একদিন পরই এ
গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এদিকে আইসিসি’র এই গ্রেফতারি পরোয়ানাকে
প্রত্যাখান করেছে রাশিয়া। দেশটি একে ‘অকার্যকর ও তাৎপর্যহীন’ বলে মন্তব্য করেছে। ক্রেমলিন মুখপাত্র
দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, বিভিন্ন দেশের মতো রাশিয়াও একটি দেশ যারা এই
আদালতের এখতিয়ারকে স্বীকার করে না। সুতরাং আইনগতভাবে এই সিদ্ধান্ত অকার্যকর।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্তের কোনো জবাব আমাদের কাছে নেই। আইনগত দিক দিয়েও এর কোনো অর্থ নেই। রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালত বিষয়ক রোম সনদে অংশ নেয়নি। আর এর অধীনে চলার কোনো বাধ্যবাধকতাও নেই।
- মা.ফা.
মন্তব্য করুন