পাকিস্তানে গত জুন থেকে শুরু হওয়া মৌসুমি বন্যায় এযাবৎ ১,০৬১ জনের মৃত্যু
হয়েছে, যার মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছে ২৮ জন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা
কর্তৃপক্ষ আজ সোমবার একথা জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, তারা বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া উত্তরাঞ্চলীয় পার্বত্য
গ্রামগুলোতে পৌঁছার চেষ্টা করছে।
কর্মকর্তারা জানান, এ বছর অতিরিক্ত মৌসুমী বৃষ্টিপাত ও বন্যায় পাকিস্তানে
তিন কোটিরও বেশি লোক, অর্থাৎ প্রতি সাত জনে একজন, ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ লাখেরও বেশি
লোক তাদের ঘর-বাড়ি হারিয়েছে। তা ছাড়া, দেশটির ৩,৪৫৭ কিলোমিটার রাস্তা এবং ১৫৭টি সেতু
ভেঙে গেছে।
মন্তব্য করুন