আসন্ন ঈদুল আযহাকে
কেন্দ্র করে সক্রিয় হয়েছে আন্তঃজেলা চোরকারবারীরা। ভারত থেকে শাড়ীসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন
পণ্য সরকারী কর ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশে এনে, তা দেশের বিভিন্ন প্রান্তে পাচার করছে
তারা। এধরণের অবৈধ পণ্য পাচারের সময় প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ীসহ ২টি হায়েস
গাড়ী আটক করেছে মিরসরাই থানা পুলিশ।
৫ জুন সোমবার
রাত ২ টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির
হোসেনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেইনে মিরসরাই পৌরসদরে ফুট-ওভার
ব্রীজের নীচ থেকে উক্ত শাড়ীর চালান আটক করা হয়।
মিরসরাই থানা
পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধ পথে দেশে আসা শাড়ীর একটি চালান ২টি সাদা রংয়ের
হায়েস গাড়ীতে করে (চট্টমেট্টো চ, ১১-৪২৫৪ এবং চট্টমেট্টো চ, ১১-৫৪২৫) চট্টগ্রাম যাওয়ার
পথে মিরসরাই ফুট ওভার ব্রীজের নীচে সিগন্যাল দিয়ে পুলিশ আটক করতে সক্ষম হয়। এসময় গাড়ীতে
থাকা দুই চালক মিরসরাইয়ের আমবাড়িয়া এলাকার নুরুল হকের ছেলে রেজাউল করিম (২৮) এবং জোরারগঞ্জ
থানাধীন সোনাপাহাড় এলাকার শরীফ উদ্দিনের ছেলে মো. সোহাগকে (৩৭) আটক করা হয়। পরে গাড়ী
গুলোতে থাকা ২১ টি বস্তায় মোট ২ হাজার ৩ শত ৫ পিস বিভিন্ন ব্রান্ডের ভারতীয় সিল্ক শাড়ী
উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা।
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, উদ্ধারকৃত শাড়ী জব্দ তালিকা করে মালখানায় রাখা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই শাড়ী পাচারের সাথে আর কারা জড়িত তাদেরকেও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- নাছির উদ্দিন/মিরসরাই
মন্তব্য করুন