চট্টগ্রাম সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

শিক্ষা

ছাত্রদের মনে মমত্ববোধ ও দেশাত্ববোধ জাগ্রত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

শিক্ষকদের সাথে তথ্যমন্ত্রীর মতবিনিয় সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২২ Jun ১৯, ০৫:৪২ অপরাহ্ন
রাঙ্গুনিয়া পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটরিয়ামে উপজেলার স্কুল ও কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

বর্তমান সমাজে কার কত বেশি সম্পদ আর কত টাকার দামি গাড়ি আছে তা নিয়ে একটি অসুস্থ প্রতিযোগীতা সৃষ্টি হয়েছে। সমাজের এ অসুস্থ প্রতিযোগীতা থেকে সমাজকে রক্ষা করার ক্ষেত্রে শিক্ষকদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। ছাত্রদের মনে মমত্ববোধ ও দেশাত্ববোধ জাগ্রত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

১৮ জুন শনিবার রাঙ্গুনিয়া পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটরিয়ামে উপজেলার স্কুল ও কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্ত্যবে এসব কথা বলেন তিনি।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আরো বলেন শুধুমাত্র বস্তুগত উন্নয়নের মাধ্যমে একটা জাতির উন্নয়ন কখনো সম্ভব নয়। শিক্ষকদের অকৃত্রিম সহযোগীতায় মেধা, মূল্যবোধ ও দেশাত্ববোধের সমন্বয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে চান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

 

মতবিনিময় সভায় মাস্টার আসলাম খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ রফিকুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম সুজা উদ্দিনসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ।


-সংবাদ বিজ্ঞপ্তি

-মা ফা / জা হো ম

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video