‘গবেষণার সময় কিছু
সীমাবদ্ধতা সামনে আসে, এপিকের ল্যাব আশাকরি আমাদের সামান্য হলেও খোরাক যোগাবে’
চুক্তি
স্বাক্ষর অনুষ্ঠানে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং
এন্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজনিন নাহার ইসলাম।
৫ নভেম্বর শনিবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের
কনফারেন্স রুমে বন্দরনগরীর একমাত্র আইএসও: ১৫১৮৯ অ্যাক্রিডিটেশন প্রাপ্ত ল্যাব এপিক
হেলথ কেয়ারের সাথে বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত
হয়। চুক্তির ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট
পরিবার এপিক হেলথ কেয়ারের গবেষণা ও ইন্টার্নশিপ সুবিধা লাভ করবে ।
এপিক হেলথ কেয়ারের
এক্সিকিউটিভ ডিরেক্টর-সেলস এন্ড মার্কেটিং টি.এম হান্নান বলেন, আমরা শুরু থেকেই দেশীয়
ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখার চেষ্টা করছি, গবেষণায় সহযোগিতা এটা আমাদের চলমান
প্রক্রিয়া।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে অধ্যাপক ড. এস রফিকুল ইসলাম, অধ্যাপক ড. এ.এম আবু আহমেদ, অধ্যাপক ড. আদনান মান্নান। এপিক হেলথ কেয়ারের ম্যানেজার অপারেশন্স ডা. হামিদ হোছাইন আজাদ, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড জহির রায়হান এবং মলিকুলার বায়োলজি (ইনচার্জ) মো. মঈনুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
- মা.সো