চট্টগ্রাম সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

জনদুর্ভোগ

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে।

ডবলমুরিংয়ে অগ্নিকান্ড

ফাগুন টেলিভিশন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ এপ্রিল ২১, ০৩:৪৫ অপরাহ্ন
প্রতীকী ছবি

চট্টগ্রামের আগ্রাবাদে ডবলমুরিং থানা এলাকায় মশার কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে।

ডবলমুরিং থানার পানওয়ালা পাড়ায় একটি মশার কয়েলের কারাখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘন্টা খানিক চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, ‘পানওয়ালা পাড়ায় সেমি পাকা ঘরে মশার কয়েল ফ্যাক্টরিতে আগুন লাগার সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

তিনি আরও জানান, ‘আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video