চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের ওপর হামলার মামলায় স্থানীয় থানার পুলিশ গত শুক্রবার রাতে ও শনিবার সকালে বিএনপি’র মহিলা দলের দুই নেত্রীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের আহ্বায়ক
জান্নাতুল নাইম চৌধুরী রিপু, বাঁশখালী পৌরসভা মহিলা দলের আহ্বায়ক শারাবান তহুরা, সাধনপুর
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. দেলোয়ার, এবং বিএনপির সমর্থক মো. পারভেজ, মো. এমরান ও
মো. জোবায়ের।
বাঁশখালী থানা পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে বাঁশখালীর সাবেক সংসদ
সদস্য জাফরুল ইসলাম চৌধুরীর বাড়িতে বাঁশখালী বিএনপির উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত
হয়। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল বাঁশখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কালীপুর জহুরছড়া
সড়কে ওঠার সময়, এ সড়কে “মিছিলের
অনুমতি না থাকায়”
পুলিশ তাদের গতিরোধের চেষ্টা করে। এসময় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা “বিনা উস্কানিতেই” পুলিশের ওপর হামলা চালায়। এতে আনোয়ারা-বাঁশখালী সার্কেলের সহকারী পুলিশ
সুপার হুমায়ুন কবিরসহ পুলিশের অন্তত ১৪ সদস্য আহত হন।
আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার
বিভিন্ন হাসপাতলে চিকিৎসা দেয়া হয়। এ হামলায় পুলিশের উপর আঘাত, সরকারি কাজে ও যানবাহন
চলাচলে বাধা প্রদান, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে গত রাতে পুলিশ তিনটি মামলা
দায়ের করে।
এসব মামলায় বাঁশখালীর সাবেক সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ
জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৬৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিনশ থেকে চারশ
জনকে আসামি করা হয় এবং উল্লিখিত ৬ জনকে গ্রেপ্তার করা হয়।