চট্টগ্রামের পতেঙ্গা
সমুদ্র সৈকতসহ মহানগরী ও জেলার অন্যান্য স্থানে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে
প্রতিমা বিসর্জনের মাধ্যমে পর্দা নামল সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের।
গত ১ অক্টোবর
শনিবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হয়েছিল হিন্দুদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। তল-সিঁদুর
পরিয়ে, পান, মিষ্টি মুখে দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড়
করেন ভক্ত ও অনুরাগীরা। ধর্মীয় রীতি মেনে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত ছাড়াও ফিরিঙ্গিবাজার
নেভাল-২, অভয়মিত্র ঘাট, কাট্টলী ও কর্ণফুলী নদীর কালুরঘাট সেতু এলাকায়সহ ১০টি স্থানে
প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
গতকাল ৫ অক্টোবর
বুধবার প্রতিমা বিসর্জন উপলক্ষে পতেঙ্গা সৈকতে নানা অনুষ্ঠানের আয়োজন করে মহানগর পূজা
উদযাপন পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম
চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য।
প্রতিমা বিসর্জন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে মহানগর পূজা উদযাপন পরিষদের সহযোগিতায়
সিটি করপোরেশন পতেঙ্গা সৈকতে অস্থায়ী প্যান্ডেল তৈরি, আলোকসজ্জা, প্রাথমিক চিকিৎসা
সেবা ও পানীয় জলের ব্যবস্থা করে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছিল ব্যাপক উপস্থিতি।
প্রায় ৩’শ পুলিশ সদস্যের
পাশাপাশি ছিল র্যাব, কোস্টগার্ড, ডিবি, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মী।
এবছর চট্টগ্রাম
মহানগরীর প্রধান পূজামন্ডপ জেএম সেন হলসহ ১৬টি থানায় ব্যক্তিগত, ঘটপূজাসহ ২৮২টি পূজামন্ডপে
পূজা উদযাপন হয়। প্রতিমা বিসর্জনকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
-মা.ফা