চট্টগ্রাম বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর স্পেশাল কনভোকেশন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ এপ্রিল ০৬, ০৩:৩৯ অপরাহ্ন
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর চট্টগ্রাম ক্যাম্পাসে আয়োজিত স্পেশাল কনভোকেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

এটি দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ১৪০ একর জমি বরাদ্দ করেছে। যার প্রধান পৃষ্ঠপোষক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বিশ্ববিদ্যালয় বোর্ডের চেয়ারম্যান। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর স্পেশাল কনভোকেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

 

৫ এপ্রিল বুধবার এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর চট্টগ্রাম ক্যাম্পাসে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে

সভাপতিত্ব করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ডিন ডেভিট টেইলর বীনাকোনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর কামাল আহমেদ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর বর্তমান ভিসি রুবানা হক, ইউনিভার্সিটি অব ব্রাসেলস এর চেয়ারম্যান প্রফেসর এন্ড্রে সেনকেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. নেহাল আহমেদ প্রমুখ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, বিএনপির ব্যালটের প্রতিও কোন আস্থা নেই, ইভিএমের প্রতিও কোন আস্থা নেই। আসলে বিএনপির নিজেদের প্রতিও কোন আস্থা নাই। কারণ বিএনপি জনগণ থেকে অনেক দূরে সরে গেছে এটা তারা জানে। এভাবে ক্রমাগত নির্বাচন থেকে পালিয়ে যেতে যেতে এক সময় বিএনপি দলটাই জনগণের কাছ থেকে পালিয়ে যাবে।

 

ড. হাছান মাহমুদ বলেন, ২০০৮ সালে তারা সর্বশক্তি দিয়ে নিবার্চনে অংশগ্রহণ করেও মাত্র ২৯টি আসন পেয়েছিল। ২০১৪ সালের নির্বাচন থেকে পালিয়ে গিয়েছিল। ২০১৮ সালে সকলকে নিয়ে ঐক্য করে পেয়েছিল ৬টি আসন, মহিলা আসন সহ ৭টি। তারা বুঝতে পেরেছে আগামী নির্বাচনেও তাদের সম্ভাবনা কমে গেছে। সেজন্য বিএনপির নির্বাচন বা গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থা নেই। তারা শুধুমাত্র ষড়যন্ত্রের পথে হাঁটছে, পানি ঘোলা করার চেষ্টা করছে, দেশ-বিদেশে অপপ্রচার চালাচ্ছে, আর বিদেশীদের হাতে পায়ে ধরছে। এগুলো করে কোন লাভ হবে না।

 

এসময় মন্ত্রী বিএনপিকে অনুরোধ জানিয়ে বলেন, নির্বাচন কমিশন অনেকটা তাদের দাবি মেনে নিয়ে ইভিএম বাদ দিয়ে ব্যালটে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন যদি নির্বাচনে আসে তবে তাদের জন্য মঙ্গল হবে।

-মা.ফা.

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video