সাইফ পাওয়ারটেক সিজেকেএস সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লীগ ২০২১-এর চ্যাম্পিয়ন হওয়ার গৗরব অর্জন করেছে সাউথ এন্ড ক্লাব। প্লে অব ম্যাচে শোভনীয় ক্লাব টাইব্রেকারে ৪-২ গোলে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। অন্যদিকে, সাউথ এন্ড ক্লাব এবং শোভনীয় ক্লাব দুই দলের পয়েন্ট সমান হওয়ায় টসের মাধ্যমে চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ করা হয়। টসে জয়লাভ করে সাউথ এন্ড ক্লাব ও শোভনীয় ক্লাব রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে সিডিএফএ এর সভাপতি এস.এম শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাপনী পুরষ্কার বিতরণ করেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। সিডিএফএ এর সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, সিডিএফএ এর সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, সিডিএফএ কোষাধ্যক্ষ মো.শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, মো. ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, হাসান মুরাদ বিপ্লব, নাছির মিয়া, দিদারুল আলম, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো.হারুন আল রশীদ, সিডিএফএ এর নির্বাহী সদস্য আব্দুর হান্নান মিরন, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, এ এস এম সাইফুদ্দীন, মো. জাহেদ হোসেন, প্রবীণ কুমার ঘোষ, লুৎফুল করিম সোহেল, মুছা বাবলু, জাতীয় পুরুস্কার প্রাপ্ত খেলোয়াড় সুনীল কৃষ্ণ দে প্রমূখ।
- সংবাদ বিজ্ঞপ্তি
- মা ফা / জা হো ম