চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

স্কুল ছাত্রদের অংশগ্রহণে ৫ দিনব্যাপী চুকবল প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ আগস্ট ০১, ০৪:৫৫ অপরাহ্ন
সমাপনী অনুষ্ঠানে চুকবল প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী ও অতিথিবৃন্দ।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ব্যবস্থাপনায় স্কুল ছাত্রদের নিয়ে ৫ দিনব্যাপী চুকবল প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

৩১ জুলাই সিজেকেএস জিমন্যাশিয়ামে সিজেকেএস চুকবল কমিটির চেয়ারম্যান এইচ.এম সোহেলের সভাপতিত্বে এ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল এবং প্রশিক্ষণ কর্মসূচির স্পন্সর প্রতিষ্ঠান রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহিদুল করিম সিকদার বাপ্পি। এসময় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য নাসির মিঞা, বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য মোহাম্মদ সালাহউদ্দিন, সিজেকেএস কাউন্সিলর শওকত হোসেন, মো. এনামুল হক, রায়হান উদ্দিন রুবেল, সৈয়দ নূর নবী লিটন, কোর্স কো-অর্ডিনেটর ও সিজেকেএস চুকবল কমিটির যুগ্ম সম্পাদক মো. হায়দার আলী, কমিটির সদস্য জাহিদুল আমিন তারেক, সানি দত্ত প্রমুখ। 

 

আজিজুল হাকিম মুন্না, মো. আলমগীর, আরাফাত হোসেনের পরিচালনায় পাঁচদিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৯০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে।

 

-অভ্র হোসাইন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video