চট্টগ্রামে সিজেকেএস ভিশন শিপিং ২য় বিভাগ লীগ ২০২১-২২ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও ভিশন শিপিং-এর আর্থিক পৃষ্ঠপোষকতায় নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত সিজেকেএস হ্যান্ডবল কমিটির ভাইস চেয়ারম্যান ও সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ভিশন শিপিং-এর ম্যানেজিং পার্টনার মো. সালাউদ্দীন।
হ্যান্ডবল কমিটির সম্পাদক ও সাবেক নির্বাহী সদস্য আছলাম মোরশেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, নির্বাহী সদস্য মো. দিদারুল আলম, রেখা আলম চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, মো. এনামুল হক, নাজমুল হক ডিউক, আব্দুর রশীদ লোকমান, শাহ পরান, হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর কল্লোল দাশ, হ্যান্ডবল কমিটির সদস্য জাহেদুল আমিন তারেক, জাবেদা বেগম মিটুল, মাসুদুল ইসলাম, হ্যান্ডবল রেফারী এনামুল হক, সানি দত্ত, সোহেল আহমেদ, মো. আলমগীর প্রমুখ।
-সংবাদ বিজ্ঞপ্তি
-মা ফা / জা হো ম