আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ এপ্রিল ০৩, ০২:৩২ অপরাহ্ন

দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চল থেকে ২০১৮ ও ২০২০ সালে আত্মসমর্পণকৃত ৭৭ জন আলোর পথের অভিযাত্রীর মাঝে মহাপরিচালক র‌্যাব ফোর্সেস-এর পক্ষ থেকে অধিনায়ক র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৪ উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবনযাপনের উপর বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

২ এপ্রিল মঙ্গলবার সকালে বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকৃত আলোর পথের অভিযাত্রীদের মাঝে র‌্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় ঈদ উপহার সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



 

অনুষ্ঠানে র‌্যাব-৭, চট্টগ্রাম অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুব আলম, বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) আব্দুল খালেক পাটোয়ারী, র‌্যাব-৭ মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ মো. তোফায়েল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় আত্মসমর্পণকৃত জলদস্যুরা র‌্যাবের এরূপ কল্যাণমূলক কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ ও অপকর্ম থেকে ফিরে এসে সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের অনুপ্রেরণা যোগানোর অনুভূতি প্রকাশ করেন।

 

উল্লেখ্য র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ অভিযান এবং কঠোর পর্যবেক্ষণের মাধ্যমে গত ২০১৮ সালের ৪৩ জন জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয় এবং তাদের আত্মসমর্পণ পরবর্তী সময়ে র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক বিভিন্ন সময়ে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে তারা স্বাভাবিক জীবনযাপন শুরু করে। আত্মসমর্পণকৃত জলদস্যুদের সমাজে স্বস্তির সাথে স্বাভাবিক জীবনযাপন ও র‌্যাবসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সহযোগিতার মনোভাবের কথা বিবেচনা করে গত ২০২০ সালে র‌্যাব-৭, চট্টগ্রাম আরো ৩৪ জন জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয়।


- মা.ফা.

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework