যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিরুদ্ধে গতকাল ২২ আগস্ট দায়ের করা এক
মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবেদন করেছেন, তাঁর বাড়ি থেকে এফবিআই যেসব
নথিপত্র জব্দ করেছে, সেগুলোর ব্যাপারে তদন্ত যেন স্থগিত করা হয়।
ফ্লোরিডার মার-এ-লাগোয় ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে ৮ই অগাস্ট ১১ সেট গোপনীয় কাগজপত্র জব্দ করেছিল এফবিআই এজেন্টরা, যেগুলির মধ্যে কিছু নথি “টিএস/এসসিআই” হিসেবে চিহ্ণিত করা। এর অর্থ হল এসব দলিলপত্রে এমন সব তথ্য আছে যা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য “নজিরবিহীন গুরুতর ক্ষতির” কারণ হতে পারে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ফ্লোরিডার বাড়ি মার-এ-লাগো থেকে এফবিআই-এর জব্দ করা ব্যক্তিগত বিশেষাধিকার দ্বারা সুরক্ষিত ফাইলগুলো স্ক্রিন করতে একটি স্বাধীন পক্ষের নাম দেয়ার জন্য আদালতকে অনুরোধ জানিয়ে মামলাটি দায়ের করেছেন।
তিনি বিগত ৮ আগস্ট নজিরবিহীন এক অভিযানে ওই বাড়ি থেকে নিয়ে যাওয়া ফাইলের দুই ডজনেরও বেশি বাক্স পর্যালোচনা করার জন্য একজন ‘স্পেশাল মাস্টার’ (বিচারক কর্তৃক নিযুক্ত অধস্তন কর্মকর্তা) নিযুক্ত করার আবেদন জানান, যিনি হবেন মূলত একজন নিরপেক্ষ আইনজীবী।
রাজনৈতিক কারণে
তাঁকে এফবিআই টার্গেট করেছে বলে আদালতে দাবি করেন ট্রাম্প।
বিশেষ মাস্টার বা নিরপেক্ষ আইনজীবী, যিনি তল্লাশির নির্দেশদাতা বিচার বিভাগের নির্দেশে কাজ
করবেন না, তিনি নথিগুলি মূল্যায়ন করে ট্রাম্পের পক্ষে ‘সুবিধাপ্রাপ্ত’
এমন নথিগুলো সংরক্ষণ করবেন।
ট্রাম্পের বিবৃতিতে বলা হয়েছে, “মার-এ-লাগোতে তল্লাশি এবং
জব্দ করা বেআইনি এবং অসাংবিধানিক ছিল এবং আমরা নথিগুলি ফেরত পেতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ
নিচ্ছি।”
এতে আরো বলা হয়, নির্বাহী বিশেষাধিকারের আবরণে অ্যাটর্নির ক্লায়েন্টের
মাধ্যমে এ নথি জব্দ করা হয়েছে।
অন্যদিকে এফবিআই ওয়ারেন্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ডোনাল্ড ট্রাম্প
অবৈধভাবে হোয়াইট হাউস থেকে তাঁর প্রশাসনের উচ্চশ্রেণীবদ্ধ নথি এবং অফিসিয়াল রেকর্ড
নিয়েছিলেন, যা তাঁর কাছে থাকার কোনো অধিকার নেই এবং তিনি ফিরিয়ে দিতে অস্বীকার করেছিলেন।
এতে আরো বলা হয়, অত্যন্ত সংবেদনশীল রেকর্ডগুলি সংরক্ষণ আইনের সম্ভাব্য
লঙ্ঘনের পাশাপাশি চলমান ফেডারেল তদন্তের জন্য গুরুত্বপূর্ণ উপকরণ ছিল।
সাবেক প্রেসিডেন্ট জড়িত থাকতে পারেন এমন তদন্তের মধ্যে রয়েছে, ২০২১-এর
৬ জানুয়ারি কংগ্রেসে ট্রাম্প সমর্থকদের আক্রমণের
বিস্তৃত তদন্ত এবং তার সমর্থকদের দ্বারা ২০২০-এর প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার
প্রচেষ্টার একটি ওভারল্যাপিংয়ের তদন্ত।